1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মানুষ হত্যা জঘন্য অপরাধ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

মানুষ হত্যা জঘন্য অপরাধ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

মানুষ শ্রেষ্ঠ জীব। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছেন। মনের আবেগ-অনুভূতি ব্যক্ত করার জন্য ভাষা দিয়েছেন। ভালো-মন্দ বোঝার জন্য বিবেক-বুদ্ধি দান করেছেন। উত্তম খাদ্য ও উপার্জন শক্তি দিয়েছেন। তাদের রয়েছে পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা। সব সৃষ্টিকে তাদের অনুগত করেছেন। জ্ঞানের কারণে ফেরেশতাদের সামনে তাদের সম্মানিত করেছেন। তাই মানুষের প্রাণের মূল্য পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। বিদায় হজের ভাষণে রাসুল (সা.) বলেছেন, ‘সাবধান, তোমাদের একজনের জানমাল অন্যের জন্য সম্মানিত, যেমন আজকের এই দিন, এই মাস ও এই শহর সম্মানিত।’ (মুসলিম: ১২১৮)
তবে দুঃখজনক হলেও সত্য, দিন দিন মানুষের জীবন মূল্যহীন হয়ে পড়ছে। অর্থসম্পদ ও ক্ষমতা প্রধান লক্ষ্যে পরিণত হচ্ছে। জুলুম-নির্যাতন ও খুনের ঘটনা বাড়ছে। মানুষ হত্যা জঘন্যতম অপরাধ। ইসলামের দৃষ্টিতে একজন মানুষকে হত্যা করা পুরো মানবজাতিকে হত্যা করার শামিল। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি প্রাণের বিনিময়ে প্রাণ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকে হত্যা করে। আর যে ব্যক্তি কারও জীবন রক্ষা করে, সে যেন সব মানুষের জীবন রক্ষা করে।’ (সুরা মায়িদা: ৩২)

পরকালে হত্যাকারীর শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনেশুনে হত্যা করবে, তার ঠিকানা জাহান্নাম। সেখানে সে স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তার ওপর গজব নাজিল করবেন, তাকে অভিশাপ দেবেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন মহা শাস্তি।’ (সুরা নিসা: ৯৩)

হত্যাকাণ্ড বন্ধের জন্য ইসলাম কিসাসের (প্রাণের বিনিময়ে প্রাণ) মতো কঠোর আইন প্রণয়ন করেছে। বাহ্যত দৃষ্টিতে কঠোর মনে হলেও তাতে রয়েছে সামগ্রিক কল্যাণ। মানুষ যেহেতু শ্রেষ্ঠ জীব, তাই তার হত্যার শাস্তিও কঠোর। আল্লাহ বলেন, ‘কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন রক্ষার ব্যবস্থা, যাতে তোমরা সাবধান হতে পারো।’ সুরা বাকারা: ১৭৯)

সৌজন্যে আজকের পত্রিকা।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com