1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন রোধে চার গ্রামবাসীর মানববন্ধন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন রোধে চার গ্রামবাসীর মানববন্ধন

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত পপক্ষেপের দাবীতে চার গ্রামবাসীর উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ১০ ফেব্রুয়ারি)  দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, গঙ্গানগর ও মধীপুর গ্রামের লোকজনের উদ্যেগে  জালালপুর-খানপুর  নামক স্থানে কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে অশ নেন  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কয়েক বছর ধরে কুশিয়ারা নদীর করাল গ্রামে গ্রামীণ রাস্তাঘাট, বসতবাড়ী, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বিলীন হয়ে গেছে। বর্তমানে নতুন করে ভাঙনের হুমকির মুখে পড়েছে জালালপুর গ্রামের একমাত্র সরকারি পাকা সড়ক, কবরস্থান  ও খেলার মাঠসহ বসতবাড়ী। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করা হলে  কুশিয়ারা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা হয়েছে। যেকারণ  নদীর তীর সংরক্ষণের দাবী জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, হাজী ফারুক আহমেদ, মাওলানা বেলাল আহমদ, তমিজ উদ্দিন, রফান উদ্দিন প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের প্রধান পাউবোর সহকারি প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, ভাঙ্গন এলাকার পাশে হাওরের ফসল রক্ষায় বিকল্প একটি ছোট বেড়িবাঁধ রয়েছে। ভাঙনরোধে অন্য কোন প্রকল্প নেই।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com