স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে অংশ নিতে দেশে ফিরেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি
জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মিজানুর রশিদ ভুঁইয়া। তিনি জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান উপজেলার আএয়ামী লীগের সাবেক সভাপতি মরহুল হারুনুর রশিদ হিরণ মিয়ার জ্যেষ্ঠ ছেলে ।
আজ শুক্রবার যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌছেন। পরে তিনি দক্ষিণ সুনামগঞ্জে অবস্থান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সৌজন্য সাক্ষাত শেষে রাত সাড়ে ১০টার দিকে নিজ নির্বাচনী এলাকায় এসে পৌঁছেই ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পৌর শহরের পয়েন্ট এলাকায় সমর্থকরা তাকে নিয়ে আনন্দ
মিছিল করেন । ওই সময় ‘মিজান ভাই’র আগমন, শুভেচ্ছা স্বাগতম’ বলে সমর্থকরা মিছিল করেন।
প্রসঙ্গত,জগন্নাথপুরের পৌর মেয়র আব্দুল মনাফের মৃত্যুতে এই পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন গত ১৬ ফেব্রুয়ারি
তফসিল ঘোষনা করে। আগামী ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ দিন।
Leave a Reply