1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে এবার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ত্রাণ সহায়তা দিলেন যুক্তরাজ্য আ.লীগ নেতা আপ্তর আলী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

জগন্নাথপুরে এবার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ত্রাণ সহায়তা দিলেন যুক্তরাজ্য আ.লীগ নেতা আপ্তর আলী

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৬৩০ Time View

স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের অনুপ্রেরনায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ আপ্তর আলীর অর্থায়নে করোনা পরিস্থিতিতে এবার এলাকার হিন্দু
সস্প্রদায়ের লোকজনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ৪ জুন) বিকেলে প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ আপ্তর আলীর বাসভবণ প্রাঙ্গণে শারীরিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষে সংক্ষিপ্ত পরিসরে এলাকার হিন্দু সম্প্রদায়ের ৫০ পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়। প্রতি পরিবার কে সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণকালে এলাকার মুরব্বী আলকাছ উল্লাহ, মদরিছ আলী. কেশবপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারি আরজাদ খান, হিন্দু কমিটি নেতা সুশীল বৈদ্য, পৌর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় উপস্থিত ছিলেন।
এর পূর্বে সমাজসেবক আপ্তর আলীর উদ্যোগে রমজানের শুরুতে করোনাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ এবং ঈদ উপলক্ষে এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে শাড়ী লঙ্গী বিতরণ বিতরণ করা হয়।

হিন্দু সম্প্রদায়ের সুশীল বৈদ্য বলেন, করোনাভাইরাস সংকটকালে প্রবাসী আপ্তর আলী ত্রাণ সহায়তা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা কৃতজ্ঞ তাঁর
কাছে।
কেশবপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আরজাদ খান বলেন, প্রবাসী আওয়ামী লীগ নেতা আপ্তর আলী একজন দানশীল মানুষ। করোনার দুযোর্গকালিন সময় তিনি এলাকায় অসহায় দরিদ্র ব্যক্তিদের মধ্যে ত্রাণ সহায়তা করে যাচ্ছেন। এটি মহতি উদ্যোগ। করোনা পরিস্থিতিতে সরকারের পাশেপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ আপ্তর আলী যুক্তরাজ্য থেকে মুঠোফোনে এ প্রতিবেদক-কে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং আমাদের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের অনুপ্রেরণায় করোনা মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করছি। পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরে না আসা জন্য অসহায় দরিদ্রদের পাশে থাকতে চান বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com