1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত্যু বেড়ে ৩০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত্যু বেড়ে ৩০

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৯ Time View
Firefighters watch the Bear Fire approach in Oroville, Calif., on Wednesday, Sept. 9, 2020. The blaze, part of the lightning-sparked North Complex, expanded at a critical rate of spread as winds buffeted the region. (AP Photo/Noah Berger)

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। ভয়াবহ ও নজিরবিহীন মাত্রায় জ্বলছে অরেগন, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার উপকূলীয় বনাঞ্চল।

আগুনে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছাড়ছেন লাখ লাখ অধিবাসী।

প্রাণঘাতী দাবানলে অরেগন রাজ্যে কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন বলে রাজ্যটির গভর্নর কেইট ব্রাউন জানিয়েছেন।

অরেগন রাজ্যে ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত পাঁচটি শহর। প্রায় ৫ লাখ বাসিন্দা নিরাপদ স্থানে সরে গেছে।

অরেগনে দমকল কর্মীরা ১৬টি বড় দাবানলের সঙ্গে লড়াই করছেন। এখানে ৪০ হাজার লোককে বাধ্যতামূলকভাবে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অরেগনের ইমারজেন্সি ম্যানেজমেন্ট দফতর (ওইএম) জানিয়েছে, দাবানলে এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে সতর্ক করেছেন রাজ্যটির কর্মকর্তারা।

দাবানলের কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পর ওরেগনের কোনো কোনো এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে খবর হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও লুটপাট ঠেকাতে অরেগন ন্যাশনাল গার্ড ও ওরেগন রাজ্য পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে বলে গভর্নর কেইট ব্রাউন জানিয়েছেন।

নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাসিন্দাদের দাবানল আক্রান্ত এলাকাগুলোর বাইরে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দাবানলে মোট ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই হয়েছে যা যুক্তরাষ্ট্রের কেনেটিকাট রাজ্য থেকেও বড় একটি এলাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com