1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
স্বাস্থ্যখাতে বাজেট তুলনামূলক কম : পরিকল্পনামন্ত্রী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

স্বাস্থ্যখাতে বাজেট তুলনামূলক কম : পরিকল্পনামন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘স্বাস্থ্যখাতে বাংলাদেশের বাজেট তুলনামূলক কম। আমাদের বাজেট অনেক দেশের জন্যই ঈর্ষণীয়। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় স্বাস্থ্যখাতে আমাদের বরাদ্দ কম। এরপরও এই খাতে আমাদের সফলতা অনেক।’
সোমবার বিকেলে বারডেম হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বারডেম হাসপাতালের অধ্যাপক মো. ফারুক পাঠান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে আমাদের চেয়ে ভারত, এমনকি মালদ্বীপের বরাদ্দও বেশি। তবে, আমরা যেটি দিচ্ছি, সেটিও একেবারে কম নয়। স্বাস্থ্য খাতের বর্তমান ব্যয় একটা সময়ে আমাদের মোট উন্নয়ন বাজেটের চেয়ে বেশি। তবুও আমরা বলি তুলনামূলকভাবে আমরা কম ব্যয় করছি।’
এম এ মান্নান বলেন, ‘আমি নিজেও ডায়াবেটিক রোগী, এ রোগ সম্পর্কে যতটুকু জানি আতঙ্কের কিছু নেই। তবে সচেতনতাটা খুবই জরুরি। আমি ইন্টারনেটে ডায়াবেটিস নিয়ে ডাক্তারদের প্রচুর ভিডিও দেখি। অন্যান্য রোগের চেয়ে ডায়াবেটিসকে আমার কাছে জটিল মনে হয়। আমি নিজে আক্রান্ত তাই খোঁজখবর রাখি।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের গড় আয়ু বেড়েছে, শিশু—মাতৃমৃত্যু হার কমে এসেছে। এ বিষয়গুলো আরও বেশি নজর দিতে হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যের বিষয়ে খুবই আগ্রহী। তিনি চান, প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে যেন আমরা বেশি যাই। বেশি করে তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিই। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা শিক্ষা, স্বাস্থ্যসহ সবকিছুতেই ঊর্ধ্বগামিতার দিকেই যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, অসংখ্য মানুষ এখনও সচেতন নয়। ভাতের ওপরই নেশা ছিল, অন্যান্য খাবার কম থাকায় ভাতটা খেয়েই আমরা অভ্যস্ত। লেবার যারা আছেন, তাদের তাৎক্ষণিক শক্তি ভাতই দেয়। আমারও ভাতের জন্য আক্ষেপ হয়। ভালো ভালো খাবার চোখের সামনে দিয়ে যায়, খেতে পারি না। আমার আফসোস। তবে হয়তো কিছুদিন বেশি আয়ু পেয়েছি। এটি যদি আমার ত্যাগের কারণে হয়, তাহলে সেটি খুবই
ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী প্রমুখ।
সূত্র : কালবেলা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com