1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ওসমানিতে উড্ডয়নের সময় ফেটে গেল বিমানের চাকা, অল্পের জন্য রক্ষা… - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ওসমানিতে উড্ডয়নের সময় ফেটে গেল বিমানের চাকা, অল্পের জন্য রক্ষা…

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সি‌লেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে অল্পের জন‌্য বড় দুর্ঘটনা থে‌কে রেহাই পেল বিমা‌নের এক‌টি ফ্লাইট। সি‌লেট থে‌কে ঢাকার উদ্দেশে যাত্রা করা ফ্লাইটটি রানও‌য়ে থে‌কে উড্ডয়‌নের আগমুহূ‌র্তে বিমানের চাকা ফে‌টে যায়। আজ শুক্রবার দুপুর ১টা ১৫ মি‌নি‌টের দি‌কে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।

জানা গে‌ছে, দুপুর ১টা ১৫‌ মি‌নি‌টে ১৪৮ জন যাত্রী নি‌য়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ৬০২ ঢাকার উদ্দেশে রানও‌য়ে থে‌কে উড্ডয়‌নের আগমুহূ‌র্তে বিমানের চাকার টায়ার ফে‌টে যায়। এতে বিমান‌টি রানও‌য়েতে আটকা প‌ড়ে। ফ‌লে ওসমানী বিমানবন্দ‌রে স্বাভা‌বিক বিমান ওঠা-নামা বন্ধ হ‌য়ে যায়। ত‌বে এতে কো‌নো হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। প‌রে যাত্রী‌দের বিমান থে‌কে নিরাপ‌দে না‌মি‌য়ে আনা হয়। প‌রে ফে‌টে যাওয়া চাকা প‌রিবর্তন ক‌রে বিমান‌কে রানও‌য়ে থে‌কে সরা‌লে বিকেল ৩টা ৪২ মি‌নি‌টে বিমান ওঠা-নামা স্বাভা‌বিক হয়।
বিষয়‌টি কা‌লের কণ্ঠ‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন সি‌লেট এম এ জি ওসমানী বিমানবন্দ‌রের প‌রিচালক মো. হা‌ফিজ আহমদ। তি‌নি ব‌লেন, রানও‌য়ে থে‌কে উড্ডয়‌নের আগমুহূ‌র্তে বিমা‌নের ফ্লাইট ৬০২-এর চাকা ফে‌টে যায়। প‌রে চাকা প‌রিবর্তন ক‌রে সে‌টি সরা‌নো হয়। যতক্ষণ রানও‌য়ে‌তে ছিল ততক্ষণ উ‌ড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। এখন স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। আবার ফ্লাইট চালু হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com