1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশের উদ্ধারকারী দল ‌তুরস্কে যাচ্ছে বুধবার

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
উদ্ধারকাজ ও চিকিৎসাসেবায় অংশ নিতে বাংলাদেশের একটি দল আগামীকাল বুধবার তুরস্কে যাচ্ছে। ১০ সদস্যের ওই দলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ বিমানে করে প্রাথমিকভাবে একটি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কী ধরনের সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে তা নিয়ে কাজ চলছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলু ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে বার্তা পাঠান।

প্রায় অভিন্ন এসব বার্তায় পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, এই শোকাবহ মুহূর্তে তুরস্ক ও সিরিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণ এবং নিহতদের পরিবারের জন্য বাংলাদেশ প্রার্থনা করছে।

ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশ দুটির ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার কথাও বার্তায় উল্লেখ করা হয়েছে।
তুরস্ককে পাঠানো বার্তায় বলা হয়েছে, এই বিশেষ সময়ে যেকোনো ধরনের সাহায্য করতে বাংলাদেশ প্রস্তুত।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ মানবিক সহায়তায় দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তুরস্ক প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com