1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হবিগঞ্জে চুরি যাওয়া গরু আনতে দিয়ে প্রাণ গেল যুবকের - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২১ মে ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জে চুরি যাওয়া গরু আনতে দিয়ে প্রাণ গেল যুবকের

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের মাধবপুরে চুরি হয়ে যাওয়া গরু আনতে গিয়ে দুর্ঘটনায় পড়ে জুবাইর মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ছাতিয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুবাইর মিয়া (২৫) উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের খলিল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে আসকির মিয়ার গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়। এ সময় গ্রামের লোকজন একটি পিকআপ ভ্যানযোগে গরু বহনের দৃশ্য দেখতে পেয়ে সেটিকে ধাওয়া করেন। জনতার ধাওয়ায় চোরের দল গরুবাহী ঢাকা মেট্রো ন-২১-৬৪৮৮ নং এর পিকআপ ভ্যান গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরে উপস্থিত জনতার মধ্য থেকে উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে খলিল মিয়া ওই পিকআপ ভ্যান গাড়ির চালকের আসনে বসে সেটি চালানোর চেষ্টা করেন। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের দিকে যেতে থাকে। গাড়ির ওপরে থাকা কয়েকজন আত্মরক্ষার্থে লাফিয়ে নামার চেষ্টা করেন। তখন জুবাইর মিয়া গাড়ির চাকার নিচে পড়ে নিহত হন।
খবর পেয়ে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আতিকুর রহমান ও এসআই আব্দুর কাদের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।

থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, চোরদের সনাক্ত ও গাড়ির মালিকানা বের করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com