স্টাফ রিপোর্টার- অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে রোববার সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে জগন্নাথপুর বাজারে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহির উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রব্বানী মিয়া শরীফ হোসেন শিপন বশির আহমদ আলফু রাজ্জাক মিয়া, সদস্য বাবুল দাস, বিশ্ব বৈদ্য, লাল মিয়া, মিনা রানী পাল, তুরন মিয়া, রফু মিয়া, সানুর মিয়া, বিকু রঞ্জন রায়, কলমদর মিয়া, সৈয়দ সৈয়দ মিয়া, তরমুজ আলী,কলকলিয়া ইউনিয়ন শ্রমিক লীগ আহ্বায়ক দিলোয়ার হোসেন মুন্না শ্রমিক লীগ নেতা সুন্দর আলী শেখ সুজন মিয়া আঙ্গুর মিয়া, রুহেল মিয়া সৈয়দ হিলাল আহমদ প্রমুখ। সভার শুরুতে ভাষা শহীদদেরস্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরআগে পৌরষশহরে শোকর্যালি অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply