স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ স্কাউট জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে স্কাউট এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ( বি পি’র) ১৬৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক ছালিক মিয়া চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিটির সহ কমিশনার সাইফুল ইসলাম রিপন, জেলা কাব লিডার আব্দুল মালিক, উপজেলা স্কাউট কমিটির সাবেক সম্পাদক এমরান আলী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, স্কাউট লিডার কাজল বনিক, কোষাধ্যক্ষ আব্দুল খালিক, উপজেলা কাব লিডার ছালিক মিয়া, ইউনিট লিডার রাসেল তালুকদার, জাফর আলম, উজ্জ্বল মিয়া প্রনব কুমার দাস ও আরজিনা খানম প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন- আর্থ সামাজিক অবস্থা ও মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষিতে স্কাউটিং কার্যক্রম কে আরো বেগবান করে সুনাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
Leave a Reply