স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না। আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর কার্যালয়ে কাউন্সিলদের ভোটে সাফরোজ ইসলাম মুন্না প্যানেল মেয়র-১ নির্বাচিত হন।তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমেদ ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল হক। নির্বাচনে সর্বোচ্চ ছয় ভোট পেয়ে সাফরোজ ইসলাম মুন্না বিজয়ী হন। সাফরোজ ইসলাম মুন্না কাউন্সিলারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন। এদিকে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্না কে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আজ বুধবার এক সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত সমঝোতার ভিত্তিতে কাউন্সিলর জিতু মিয়া কে প্যানেল মেয়র-২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর বাহারজান বিবি কে প্যানেল মেয়র-৩ মনোনীত হন।
Leave a Reply