স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়েজ আহমেদ(৪০) কে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়,২০০৩ সালে বিশ্বনাথ থানায় দায়েরকৃত অস্ত্র মামলার প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের মৃত তঞ্জব আলীর ছেলে ফয়েজ আহমেদ(৪০) কে সিলেট শহরের কতোয়ালা থানাধীন শামীমাবাদ এলাকা থেকে আজ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর থানার উপ পরিদর্শক অনিক দেব,সহকারী উপ পরিদর্শক মুক্তার হোসেন ও শফিকুল ইসলাম।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান বলেন, অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি কে আজ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply