1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে শীতে স্তব্ধ জনজীবন,বিপাকে গরীব শীতার্তরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে শীতে স্তব্ধ জনজীবন,বিপাকে গরীব শীতার্তরা

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ১৮৩ Time View

কামরুল ইসলাম :: জগন্নাথপুর উপজেলায় প্রবল শীতে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাফেরাসহ যানচলাচল। তবে সবচেয়ে বেশী বিপাকে আছেন গরীব শীতার্তরা।

জগন্নাথপুরে গত শুক্রবার রাত থেকে শীতের দাপটে বিপর্যস্ত হচ্ছে জীবনযাত্রা। দুদিন থেকে সূর্যের দেখা মিলেনি। এ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কয়েক হাজার শীতার্ত অসহায় গরিব মানুষ হাড় কাঁপানো কনকনে শীতের কারণে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছে না।

যদিও জগন্নাথপুর উপজেলা প্রবাসী অধ্যষিত এলাকা হিসেবে পরিচিত তবে জগন্নাথপুরের কলকলিয়া, চিলাউড়া-হলদিপুর ও আশারকান্দি ইউনিয়নের বেশ কিছু গ্রামের মানুষ এখনও নিম্নমানের জীবন যাপন পার করছেন। এ প্রবল শীতেও বিত্তশালী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণের দুএকটি কার্যক্রম দেখা গেলেও রড় কোনো ধরণের কার্যক্রম এখনও গণমাধ্যমকর্মীদের চোখে পড়েনি।

উপজেলার কলকলিয়া ইউপির ফরিদপুর (উত্তর নাদামপুর) গ্রামের দিলাওয়ার কাজী জানান, এই শীতের লাগি আচকে কামো যাইতাম পাইছি না। শীতে কাপড় মানেন না।

এদিকে ঘন কুয়াশার কারনে স্বাভাবিক চলাচল বিঘ্নত হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার আশংকা।

লেগুনা গাড়ি চালক রিয়াজ আহমদ মাহিন বলেন, ভাই যে কুয়া (কুয়াশা) গাড়ির হেডলাইটে কিছুই দেখা যায় না। গাড়ি কোন সময় রোড আউট অয় একমাত্র আল্লাহই জানেন।

অপর দিকে নিরুপায় হয়ে শীতভোগ করে ডিউটি করছেন বিভিন্ন চৌকিদারসহ গ্রামপহরীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com