1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

আফগানিস্তানে আত্মঘাতী হামলা, কয়েক ডজন নিহত

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় কয়েক ডজন নিহত হয়েছে। আহত হয়েছেন বহুসংখ্যক। কর্মকর্তা, প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। মৃতের প্রকৃত সংখ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত স্পষ্ট জানা যায় নি। হেরাত মেইন হাসপাতালের চিকিৎসক ড. শেহরজায়ই নিশ্চিত করেছেন বিস্ফোরণের পর সেখানে ২৯ জনের মরদেহ আনা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। তাদের অবস্থা আশঙ্কাজনক। এর আগে প্রাদেশি গভর্ননের মুখপাত্র জালানি ফরহাদ জানিয়েছিলেন মৃতের সংখ্যা ৫০ এ পৌছেছে।
স্থানীয় সময় হত রাত ৮ টায় মসজিদে হামলা চালায় এক সন্ত্রাসী। এ সময় মসজিদে আনুমানিক ৩০০ মুসল্লি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com