1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

ইউনিসেফের পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

তরুণদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএন প্লাজার ইউনিসেফ ভবনের ল্যাবুইসে হলে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রদত্ত এই পুরস্কার গ্রহণ করেন। তুমুল করতালির মধ্যে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ইউনিসেফের শুভেচ্ছাদূত বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

পুরস্কার প্রদানের জন্য প্রধানমন্ত্রী ইউনিসেফকে ধন্যবাদ জানান। দেশের জনগণ, বিশেষ করে দেশের সব শিশু ও সারা বিশ্বের শিশুদের প্রতি পুরস্কারটি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাস্তবিক অর্থে বাংলাদেশের জনগণ, বিশেষ করে দেশের সব শিশু ও সমগ্র বিশ্বের শিশুদেরই এই স্বীকৃতি প্রাপ্য।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই সম্মান আমার একার জন্য নয়, এটি সমগ্র বাংলাদেশের। কেননা, বাংলাদেশের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আমি তাঁদের সেবা করার সুযোগটা পেয়েছি। সেই সুযোগের জন্যই আমার এই পুরস্কার লাভ।’

প্রধানমন্ত্রী এ সময় প্রবাসী বাংলাদেশিদের অতীতে যাঁরা নিজ নিজ এলাকার যে বিদ্যালয়গুলোতে লেখাপড়া করেছেন, সেগুলোর উন্নয়নে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের লাখ লাখ তরুণ তাঁদের দক্ষতার মাধ্যমে ক্রমান্বয়ে আমাদের জীবন ও জীবনযাত্রার মানের পরিবর্তন সাধনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই স্বীকৃতি বাংলাদেশে একটি দায়িত্বপূর্ণ ও জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনীতি বিনির্মাণে আমাদের দৃঢ় পদক্ষেপের পরিচায়ক।’

সৌজন‌্যে প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com