1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের আলীপুর ও মশাজান গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন এম এ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

জগন্নাথপুরের আলীপুর ও মশাজান গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন এম এ মান্নান

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
  • ৪৫৭ Time View

আজিজুর রহমান আজিজ:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার সারা দেশের গ্রামাঞ্চলে যে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি করেছে তা অব্যাহত রাখতে হবে। গ্রামীন জনপথের উন্নয়নকে প্রাধাণ্য দিয়ে সরকার কাজ করছে। কিন্তু একটি মহল গ্রামের উন্নয়ন চায় না বলেই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে খালেদা জিয়া হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে রেল লাইন উপড়ে ফেলে দেশের সম্পদ ধ্বংস করছেন। গত তিন মাস তিনি নৈরাজ্য সৃষ্টি করে কোন সুফল না পেয়ে সাপের মতো আবারও গর্তে গিয়ে ঢুকেছেন। তিনি বলেন, আওয়ামীলীগ শান্তিতে সকল ধর্মের মানুষ কে নিয়ে বসবাস করতে চায়। আর বিএনপি নেত্রী ৭১ এর পরাজিত শক্তিকে নিয়ে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। তিনি জনগনকে এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। তিনি রবিবার জগন্নাথপুর উপজেলা পাইলগাঁও ইউনিয়নের আলীপুর ও মশাজান গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করে এলাকাবাসী আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পল্লী বিদ্যুতের হবিগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত ম্যানেজার প্রকৌশলী গণেশ চন্দ্র দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ভজন কুমার বর্মন, ইউপি সদস্য সোনা মিয়া, রঞ্জন রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারিক,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কয়ছর রশীদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া। উল্লেখ্য সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের চাহিদা পত্রের আলোকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনায় এদুটি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়। রবিবার দুটি গ্রামের ১৩৪টি পরিবারে বিদ্যুতের আলো জ্বলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com