1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরের চিলাউড়া গ্রামে খাজা গরীবের নেওয়াজ (রাঃ) দরবার শরীফে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামে খাজা গরীবের নেওয়াজ (রাঃ) দরবার শরীফ এর উদ্যোগে দরবার শরীফে গতকাল মঙ্গলবার বাদ আসর থেকে ওয়াজ মাহফিল, যিকির ও মিলাদ মাহফিল হাজী মছদ্দর মিয়ার সভাপতিত্বে নাজমুল ইসলাম রেজার পরিচালনার অনুষ্ঠিত হয়েছে।মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হজরত খাজা সোহরাব হোসাইন খান চিশতী তরবিয়াতের তালিম পেশ করেন এবং মিলাদুন্নবীর তাথপর্য তুলে ধরে বলেন রবিউল আওয়াল মাস আমদের জন্ন্যে খুশির মাস, এই মাসে ১২ ই রবিউল আওয়াল তারিখে জন্ম নিয়েছেন দুজাহানে সর্দার রাহমাতুল্লাহি আল আমীন, সাইয়াদুল মুরসালিন কাতিবান নবীন, সকল নবীদের নবী আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মস্তফা সাঃ। যার আগমনে পৃথিবীর সব কিছু আনন্দে আত্মহারা হয়ে গেয়ে উঠেছিল আহলান সাহলান মারহাবা মারহাবা ইয়া রাসুলুল্লাহ। সকল ঈদের চেয়ে ঈদে মিলাদুন্নবী অতি উত্তম ঈদ, ঈদে মিলাদুন্নবী মানুষ কুল ফেরাস্তা কুল সকলেরই ঈদ তাইত আমাদের ঈমানী দ্বায়িত্ব হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) কে গুরুত্ব সহকারে পালন করা।তাই আসুন নবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ অনুসরণ করে আমরা আমাদের পীর ও মুর্শিদের হাত ধরে নবীর আদর্শে নবীর প্রেমে নিজের জীবন উত্সর্গ করে নিজেকে আর্দশ একজন মুসলমান হিসাবে গড়ে তুলি ।মাহফিলে আরও দেশবরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ নসিয়ত পেশ করেন। মাহফিলে উপস্থিত ছিলেন চিলাউড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি শহিদুল ইসলাম বকুল, হাজী আনোয়ার মিয়া সাবেক মেম্বার, আব্দুল জব্বার, আব্দুল মোত্তালিব, নুর মিয়া সাবেক মেম্বার, আবুল হাশিম ডালিম, আব্দুল মালেক সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দরবার শরিফের মুরিদান আশেকান সহ এলাকার সর্ব শ্রেণীর ইসলাম প্রিয় মানুষ।মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন খাজা রুমেন হোসেন চিশতী, মোনাজাতে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে সকলের জন্যে দেশের জন্যে রহমত, বরকত, মাগফিরাত কামনা করা হয়।মাহফিল বাদ আসর থেকে শুরু করে রাত ১২ পর্যন্ত চলে।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com