স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীদের নৌকা প্রতীকে বিজয়ী করতে শনিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেন,ছাত্রলীগের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি করতে কাজ করতে হবে। তিনি বলেন,.নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি হয়েছে। তাই সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন বলেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে দলের একজন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। তাই দলের প্রয়োজনে সব ভূলত্রুটি ভূলে নৌকায় ভোট দিন।
আওয়ামীলীগ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব বলেন, আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে রাজনীতিতে আসি। বর্তমানে আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করছি। ছাত্রলীগের ভাইয়ের তাদের একজন পুরনো সহযোদ্ধা হিসেবে উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে আমি দৃঢ় আশাবাদী।
উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সভাপতি শাহ শাহেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোমেন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দে,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,আইন বিষয়ক সম্পাদক আবু তাহের মোহন,আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব,আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না,সাহান আহমদ,আজমল হোসেন মিটু,আব্দুল মুকিত,মাহমুদুল হাসান হিবলু,তোহা চৌধুরী,মুহিবুর রহমান লিটু,কলেজ ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, পৌর ছাত্রলীগ নেতা আবু সাঈদ,আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমির খান সাব্বির,রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশিদ আহমদ চৌধুরী প্রমুখ।
Leave a Reply