স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্ররিামসী চাঁদ বোয়ালীয়া গ্রামে বুধবার বিকেল ৪টায় বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমক্রেটিক সোসাইটি ইউ এস এ (আই এন সি) এর উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এ উপলক্ষে শ্রীরামসী চাঁদ বোয়ালীয়া গ্রামের তালুকদার বাড়িতে আয়োজিত শীতবস্ত্র বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ প্রবাসী বাংলাদেশীরা সরকারের পাশাপাশি দেশ ও জনগনের কল্যানে আর্ত সামাজিক উন্নয়নসহ দরিদ্র জনগোষ্টির কল্যানে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমক্রেটিক সোসাইটি দরিদ্রদের কল্যানে দৃষ্টান্ত স্থাপন করায় সংস্থার সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমক্রেটিক সোসাইটি ইউ এস এর প্রতিষ্টাতা সভাপতি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার কৃতি ব্যক্তিত্ব আব্দুশ শাহিদ ইব্রাহিমের সভাপতিত্বে ও মীরপুর ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিবপুর শাহপুর গ্রামের তরুন সমাজসেবী আব্দুল কাইয়ুম, তপ্পু আহমদ প্রমূখ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে শ্রীরামসী গ্রামের বিশিষ্ট মরব্বী ইসরাইল আলী, আবু হাদিস, মো: মাহমদ মিয়া, আব্বাস মিয়া, মো: বদরুল মিয়া, জয়নুল মিয়া, আজিজুর রহমান, মো: জনি মিয়া, আওয়ামীলীগ নেতা ফজর আলী, তরুন সমাজসেবী জহুর মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে চাঁদ বোয়ালীয়া গ্রামের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্রের কম্বল বিতরন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমক্রেটিক সোসাইটি ইউ এস এর উদ্যোগে ১লা ফেব্রুয়ারী পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় প্রায় ৭শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্রের কম্বল বিতরন করা হয়।
Leave a Reply