1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে লেগুনা সমিতির দু্,পক্ষে সংঘর্ষ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে লেগুনা সমিতির দু্,পক্ষে সংঘর্ষ

  • Update Time : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ২১৪ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর পশ্চিমপাড় লেগুনা সমিতি ও কলকলিয়া ইউনিয়ন লেগুনা সমিতির মধ্যে যাত্রী উঠানো নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর-কলকলিয়া-পাগলা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলা সদরে লেগুনা সমিতির মাধ্যমে উপজেলার কলকলিয়া ইউনিয়নসহ বিভিন্নস্থানে লেগুনা যাতায়াত করে আসছে। সাম্প্রতিককালে কলকলিয়া ইউনিয়নে নতুন লেগুনা সমিতি গঠন করা হয়। জগন্নাথপুর লেগুনা সমিতির আওতাধীন লেগুনাগাড়িগুলো কলকলিয়া ইউনিয়নে যাত্রী তুলতে গেলে কলকলিয়া লেগুনা সমিতি টাকা দাবি করে। এনিয়ে দুই সমিতির মধ্যে বিরোধ দেখা দেয়।
বৃহস্পতিবার জগন্নাথপুর সমিতির আওতাধীন এক লেগুনা চালকের হাতে কলকলিয়া ইউনিয়নের এক লেগুনা চালক মারধরের শিকার হন। যার জের ধরে কলকলিয়া ইউনিয়ন লেগুনা চালকের হাতে জগন্নাথপুরের অপর এক লেগুনা চালক আহত হন।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরির্দশনে গেলে বিষয়টি নিস্পত্তির জন্য জগন্নাথপুর লেগুনা সমিতির দুই চালক কলকলিয়া পয়েন্ট যান। এসময় কলকলিয়া সমিতির সদস্যদের নিকট খবর যায় তাদের চালকদেরকে জগন্নাথপুরে মারধর করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে জগন্নাথপুর লেগুনা সমিতির দুই চালককে কলকলিয়া সমিতির চালকরা মারধর করেন। আহতরা হলেন, কাউছার মিয়া (২৬),শাহ কামাল (৩২),কবিন্দ্র দাস (২৭), মখলুছ মিয়া (৩০), ছইল মিয়া (৩২), হাবিবুর রহমান (৪০)। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর পশ্চিমপাড় লেগুনা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন,‘আমাদের সমিতি দীর্ঘদিন ধরে কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে। বৃহস্পতিবার সাদিপুর থেকে জগন্নাথপুর আসার পথে কলকলিয়া পয়েন্টে কলকলিয়া সমিতির সদস্যরা আমাদেরকে চালককে মারধর করেন। অন্যায়ভাবে আমাদের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতে কলকলিয়া সমিতি এ সমস্যার সৃষ্টি করছে।’
অপরদিকে কলকলিয়া সমিতির নানু মিয়া বলেন,‘জগন্নাথপুর সমিতির সদস্যরা প্রভাব বিস্তার করে নিয়ম না মেনে আমাদের চালকের ওপর হামলা করেছে।’
জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান জানান, লেগুনা চালকদের দুটি পক্ষ আর্থিক সুবিধা নিয়ে আধিপত্য বিস্তারে মেতে উঠায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com