1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৮তম জন্ম উৎসব উদযাপন

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০১৬

স্টাফ রিপোর্টার; ; শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দের ১২৮তম জন্ম উৎসব উদযাপন ও আঞ্চলিক সৎসঙ্গ উপলক্ষে জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা ও ধর্মসভা রবিবার বিকেলে জগন্নাথ জিউড় আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সৎ সঙ্গের সভাপতি রমা কান্ত দাসের সভাপতিত্বে ও জগন্নাথপুর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গনেশ চক্রবর্তীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ধর্ম আলোচক আচার্য্য পিযুষ চন্দ্র দাস, এসপিআর গিরেন্দ্র চন্দ্র দাস, মধু সুদন সরকার, হরেন্দ্র চন্দ্র দেব, অরুন চক্রবর্তী,সুবিধ চক্রবর্তী, সুকুমার রঞ্জন দাস, ডাঃ কালী চরন মন্ডল ও জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান প্রমুখ। সভায় বক্তারা শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দের মানবপ্রেমের আর্দশ সবার মধ্যে পৌঁছে দিতে অনুকুল অনুসারীদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ অসাম্প্রদায়িক চেতনায় মানবতার কথাই তাঁর বানীতে বলেছেন। আমাদের সবাইকে তাঁর আর্দশঅনুসরন করে মানববতার সেবায় কাজ করতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উৎসব উদযাপন করা হয়।

অমিত দেব

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com