1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুর টুয়েন্টিফোর গণমানুষের আস্থা অর্জন করেছে- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর গনমানুষের আস্থা অর্জন করেছে- অর্থ ও পরিকল্পনা এম এ মান্নান
স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,জগন্নাথপুর টুয়েন্টিফোর বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনার মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা অক্ষুন্ন রেখেছে। ইতিমধ্যে জগন্নাথপুরের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে গনমানুষের আস্থা অর্জন করেছে। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে সাংবাদিকতার সুমহান মর্যাদা অক্ষুন্ন রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান। মন্ত্রী জগন্নাথপুরের সর্ব প্রথম জনপ্রিয় অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোরের তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী ও উপজেলা পরিষদ রোডে প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথিরি বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আলী আহমদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ অর রশিদ,

উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সিরাজুল ইসলাম ,মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ,উপজেলা তথ্য ও প্রযুক্তি প্রোগামার আশীষ চক্রবর্তী,


জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম,,শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক ফয়সল কবির প্রভাষক অশেষ কান্তি দেব, উপজেলা

বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টর,সেক্রেটারী কবির আহমদ,উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক,প্যানেল মেয়র সফিকুল হক, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সেক্রেটারী আবুল হোসেন লালন, সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন.কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,যুবলীগ নেতা বকুল গোপ,নিলেন্দু গোপ,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সেক্রেটারী রুমেন আহমদ, সিনিয়র সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, তোফাজ্জল হক সুমন,স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক মোতাহির আলী,দলিল লেখক সমিতির সহ- সভাপতি বশির মিয়া,সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন,যুক্তরাজ্য শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আবুল খয়েরসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবি সংগঠনের নেতারা দিনভর ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্য গোবিন্দ দেব,আজাহারুল হক ভূঁইয়া শিশু,জামাল উদ্দিন বেলাল,আজিজুর রহমান সবাইকে স্বাগত জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com