1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার মামলায় রসরাজের জামিন মঞ্জুর

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার রসরাজ দাসের (৩০) জামিন মঞ্জুর করেছেন আদালত।

গতবছর ২৯ অক্টোবর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় রসরাজকে গ্রেপ্তার করে পুলিশ। নাসিরনগর থানার উপপরিদর্শক কাউসার হোসেন এই মামলাটি করেন।

রসরাজের উপস্থিতিতে সোমবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

রসরাজের আইনজীবী অ্যাডভোকেট নাসির মিয়া জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেফতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস।

৮ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। তবে ওই সময় আদালত রসরাজের জামিন নামঞ্জুর করেন।

এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের উপর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য্য করেন। ওইদিন আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য্য করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com