1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিশ্বনাথে পুলিশের বিরুদ্ধে লুটপাট ও যুবককে নির্যাতনের অভিযোগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

বিশ্বনাথে পুলিশের বিরুদ্ধে লুটপাট ও যুবককে নির্যাতনের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৩২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের এক এসআইর বিরুদ্ধে যুবককে থানায় নিয়ে অমানবিক নির্যাতন ও বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মখলিছুর রহমানের ছেলে মো. লেবু মিয়া। তিনি বলেন, বিশ্বনাথ থানার এসআই বিনয় তাকে থানায় নিয়ে তার ওপর অমানসিক নির্যাতন চালান। তিনি নির্যাতনের বিচার চেয়ে পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লেবু মিয়া বলেন, জগদীশপুর গ্রামের আশক আলীর ছেলে মেহেদী হাসান আফরোজের সঙ্গে তার যুক্তরাজ্য প্রবাসী নানি ইন্দ্রবান বিবির জায়গা সংক্রান্ত বিরোধে মামলা-মকদ্দমা রয়েছে। তার নানি ইন্দ্রবান বিবির মালিকানাধীন বিশ্বনাথ টিএন্ডটি রোডে অবস্থিত ইন্দ্রবান মঞ্জিল নামের বাসাটি তিনি দেখাশুনা করেন। কয়েক মাস পূর্বে আফরোজ তাকে এবং তার দুই ভাই ও প্রবাসী নানিকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলা চলাকালীন ১২ নভেম্বর রাত ২টার দিকে বিশ্বনাথ থানার এসআই বিনয়ের নেতৃত্বে একদল পুলিশ ইন্দ্রবান মঞ্জিলে আসে। গেটের তালা ভেঙে মামলার বাদী আফরোজসহ পুলিশ সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করে বসবাসরত ভাড়াটিয়াদের বিভিন্ন কক্ষের দরজায় লাথি দিতে থাকেন। সব ভাড়াটিয়া দরজা খুলে দিলে এসআই বিনয় পুলিশ সদস্যদের নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে খুঁজতে থাকেন। অকথ্য ভাষায় ভাড়াটিয়াদের গালিগালাজ করেন। মহিলারা এতে আপত্তি জানালে বিনয় দু’জন মহিলার গায়ে হাত তোলেন। পুলিশ বাসায় তাকে হ্যান্ডকাপ পড়ায়। পরে বিনয়ের নেতৃত্বে পুলিশ হাতুড়ি এবং দা দিয়ে ঘরে থাকা দুটি স্টিলের আলমারি ভেঙে বাড়ির দলিলপত্রসহ একটি ফাইল, তার এবং তার নানির নামীয় কয়েকটি ব্যাংকের চেক বই, ক্রেডিট কার্ড, নগদ ১ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা, তিন ভরি ছয় আনা পরিমাণের একটি সোনার হার ও দুটি হাতের বালা লুট করে নিয়ে যায়। লেবু মিয়া অভিযোগ করে বলেন, এসআই বিনয় বাদী আফরোজের দ্বারা প্রভাবিত হয়ে থানায় নিয়ে তাকে রাতভর নির্যাতন করা হয়। রিমান্ড না থাকা সত্ত্বেও তার দুই হাত ও পায়ে কয়েকবার ইলেকট্রিক শক দেয়া হয়। পরের দিন আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সংবাদ সম্মেলনে তিনি এসআই বিনয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে এবং তার লুট হওয়া মালামাল উদ্ধারে সিলেট রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com