1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক হারুনের বিরুদ্ধে জেলা বিএনপির প্যাডে আহবায়ক পদবী ব্যবহারে সভা আহবানের অভিযোগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক হারুনের বিরুদ্ধে জেলা বিএনপির প্যাডে আহবায়ক পদবী ব্যবহারে সভা আহবানের অভিযোগ

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ৩৬৫ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক পরিচয়ে জেলা বিএনপির প্যাডে স্বাক্ষর দিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক হারুন-অর রশিদ দুলাল কর্তৃক উপজেলা আহবায়ক কমিটির সভা আহবাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। শনিবার বিকেল ৩টায় বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে এই সভা আহবান করা হয়। অবগতির জন্য সভার আহবান সংক্রান্ত পত্রের ফটোকপিতে জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরীকে অনুলিপি দেয়া হয় বলেও উল্লেখ করা হয়। কিন্তু হারুনÑঅর রশিদ দুলাল আদৌ জেলা বিএনপির আহবায়ক নন। বেআইনীভাবে জেলা বিএনপির আহবায়কের পদবী ব্যবহার করে জেলা বিএনপির প্যাডে তিনি থানা কমিটির কোন সভা আহবান করতে পারেননা। অথচ জেলা বিএনপির প্যাডে তার ভূয়া নাম পদবী ব্যবহৃত ও স্বাক্ষরিত পত্রটি নিয়ে উপজেলা কমিটির সকল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হক। তিনি বলেন, ১৭/১১/২০১৪ইং তারিখে হারুন-অর রশিদকে উপজেলা বিএনপির আহবায়ক করে কমিটি অনুমোদন দিলেও ৩ মাসের মধ্যে ঐ কমিটির কোন সভা তিনি আহবান করেননি। বরং উপজেলা বিএনপির আহবায়ক হওয়ার পরও তিনি আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত থেকে বঙ্গবন্ধুর জন্মদিন পালনসহ সকল সরকারী অনুষ্ঠানে সরকারী দলের প্রতিনিধিত্ব করে থাকেন। এছাড়া সরকারী দলের পাশাপাশি থানা পুলিশের দালালী এবং গডফাদার ইজারাদারের তাবেদারীতে লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে হারুনÑঅর রশিদ এর মোবাইল ফোনে বারংবার কল করেও তার সংযোগটি বন্ধ পাওয়া যায়। জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেন,জেলা বিএনপির আহবায়ক পরিচয়ে জেলা কমিটির প্যাড ব্যবহার করে পত্র প্রেরন সম্পর্কে হারুনকে জিজ্ঞাসা করলে সে আমার কাছে তার অনিচ্ছাকৃত ত্রুটির কথা অকপটে স্বীকার করেছে। তাই বিষয়টিকে আমরা আপাতত ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com