1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে কিশোরগঞ্জের তরুণী কে জগন্নাথপুর এনে ধর্ষণ

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রামে অভিযান চালিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগে জুবায়ের আহমদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব ৯ সিলেটের একটিদল। গতকাল  রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে অপহরণকারী ধর্ষক ও অপহৃত তরুনী (১৫) কে তুলে দেওয়া হয়। গতকাল তাদের কে জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রাম থেকে উদ্ধার করা হয়। অপহরণকারী ধর্ষক মাইক্রোবাস চালক।
র্যাব-৯ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম  কে জানান, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৯ জানুয়ারি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা সদর এলাকা থেকে তরুণী (১৫)কে অপহরণ করে সিলেট নিয়ে আসে অপহরণকারী জুবায়ের ।১০ জানুয়ারি সিলেটের শাহপরান এলাকায় রাত্রি যাপন করে তরুণী কে প্রথমে ধর্ষণ করা হয়। পরদিন থেকে একাধিক বার জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রামে নিয়ে রেখে ধর্ষণ করে। কিশোরগঞ্জ থানা পুলিশ ও অপহৃত তরুনীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত তরুনী কে উদ্ধার করি শুক্রবার রাতে তাদের কে সিলেট র্যাব কার্যালয় থেকে কিশোরগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়টি বিস্তারিত আমাদের জানা নেই। তবে অভিযানকালে র্যাব-৯ আমাদের ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com