1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

শাবিতে শিক্ষকের ওপর ছাত্রলীগের হামলা,ক্ষুব্দ সিলেটবাসী

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ বেশ কিছুদিন ধরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা ছিল তাদের।

উপাচার্য আমিনুল হক ভূঁইয়া রোববার বেলা ৩টায় একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করায় পরিস্থিতি নতুন মাত্রা ধারণ করে। বেড়ে যায় উত্তেজনা। উপাচার্যের সমর্থনে রোববার ভোর সাড়ে ৫টা থেকে শাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

আন্দোলনরত শিক্ষকরা সকাল সাড়ে ৮টার দিকে ব্যানার সহকারে প্রশাসনিক ভবনের সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের ওপর হামলা চালান। ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাক্কায় অধ্যাপক ড. জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক মাটিতে পড়ে যান।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’-এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল ইসলামের তথ্যমতে, ছাত্রলীগের হামলায় সাতজন শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াসমিন হক ছাড়াও রয়েছেন শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গণি, অধ্যাপক এ ন ক সমাদ্দার, অধ্যাপক মোস্তফা কামাল মাসুদ ও সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com