1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যার এর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক হয়েছে। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাত ৪টার দিকে শ্রীমঙ্গল কালীঘাট এলাকার টিকরিয়া সড়ক থেকে তাদের আটক করেন।

আটক ডাকাতরা হলো হবিগঞ্জের বাহুবলের চারিগাও এর মৃত আসকন্দর আলীর ছেলে আব্দুল কাদির (৪৫), হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ থানার উত্তর উবাহাটা গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৩), শ্রীমঙ্গল টিকরিয়া গ্রামের মিলন কপালীর ছেলে মিন্টু কপালী (২০), হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো: কুদ্দুছমিয়া (২৩), হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার লাল মিয়ার ছেলে জহাঙ্গীর(৩৬) ও হবিগঞ্জের বাহুবলের চারিগাঁও এর হাবিবপুর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে মো: সানু মিয়া (৩৮)।

র‌্যাব ক্যাম্প কমান্ডার আরও জানান, ধৃত ডাকাত দের কাছ থেকে তারা ২টি চায়নিজ কুড়াল, বড় ছুরি ১টি, রামদা ১টি, সাবল ১টি, কিরিছ ২টি, কসটেপ ২টি, মরিচের গুরা ১০০ গ্রাম, চেতনানাশক স্প্রে ৩টি, ৬টি চায়নিজ মোবাইল ও ৮টি সিম।

র‌্যাব জানায়, ক্যাম্প কম্পান্ডারের সাথে এ অভিযানে নেতৃত্বদেন ক্যাম্পের সহকারী কমান্ডার এ এসপি পিযুশ চন্দ্র দাশসহ ক্যাম্পের অনান্য পদবীর কর্মকর্তা ও ফোর্স।

শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, ধৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কালিঘাট এলাকায় একটি বাড়িতে বেশ কিছু পুরাতন কয়েন রয়েছে এই কয়েনের জন্যই তারা এখানে এসেছে।

তারা জানান, ধৃত ডাকাতদের সংশ্লিষ্ট থানায় আরও মামলা আছে কিনা অনুসন্ধান শেষে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com