1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

সাংবাদিক কাউসার চৌধুরীর শয্যা পাশে এমপি মানিক

  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

সিলেট প্রতিনিধি:: দৈনিক সিলেটের ডাক’র স্টাফ রিপোর্টার অসুস্থ কাউসার চৌধুরীকে দেখতে শুক্রবার রাতে নগরীর দরগাহ মহল্লা রাজারগলিস্থ তার বাসায় যান ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ-৫) আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক। তিনি কিছু সময় কাউসার চৌধুরীর শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, সাবেক সহ সভাপতি শেখ আলী আসরাফ সুহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম রশিদ আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন প্রমূখ। এর আগে প্রবীণ আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত অসুস্থ সাংবাদিক কাউসার চৌধুরীকে দেখে যান। উল্লেখ্য কাউসার চৌধুরী জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামে বিবাহ বন্ধনে অাবদ্ধ হওয়ায় জগন্নাথপুরবাসীর জামাতা হিসেবে পরিচিত। এদিকে সাংবাদিক কাউসার চৌধুরী আশুরোগমুক্তি কামনা করেছেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাব সভাপিতি শংকর রায়,সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদসহ প্রেসক্লাব নেতারা তাঁর সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com