1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটে পুলিশের নিয়োগ পরীক্ষা ২৭ সেপ্টেম্বর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু পাকিস্তানে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ৪১ জনের প্রাণহানি জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হিন্দু পরিবারের ওপর হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগ. গ্রেপ্তার ৭ ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২ জগন্নাথপুরে মিথ্যা মামলায় আ.লীগ নেতা কে গ্রেপ্তারের অভিযোগ, আদালতে জামিন ঈদের সময় এলো সাড়ে ৯ হাজার কো‌টি টাকার রেমিটেন্স সেপটিক ট্যাংক থেকে হবিগঞ্জের তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সরবরাহ বিঘ্নিত

সিলেটে পুলিশের নিয়োগ পরীক্ষা ২৭ সেপ্টেম্বর

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে ৮,৫০০ জন পুরুষ এবং ১,৫০০ জন নারীসহ সর্বমোট ১০,০০০ জন প্রার্থীকে বাছাই করা হবে। বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে সিলেট জেলায় ১৭৫ জন পুরুষ এবং ৩১ জন নারী সহ সর্বমোট ২০৬ জন প্রার্থীকে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বাছাই করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে শারীরিক মাপ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিলেট জেলা পুলিশ লাইন্স-এ প্রয়োজনীয় কাগজপত্রদিসহ উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

সাধারণ/অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩১ আগস্ট ২০১৬ তারিখে বয়স হতে হবে-১৮ হতে ২০ বছর এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২বছর বয়স হতে হবে । তবে মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তানের ক্ষেত্রে ১৮হতে ২০ বছর বয়স হতে হবে।

উল্লেখ্য, এসএসসি/সমমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫/ সমমান পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে।

সাধারণ ও অন্যান্য কোটা(পুরুষ): উচ্চতা কমপক্ষে র্৫ ফুট র্র্র্৬র্ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩র্১র্ ইঞ্চি বা ০.৭৮৭৪মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩র্৩র্ ইঞ্চি বা ০.৮৩৮২ মিটার হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে র্৫ ফুট র্র্র্৪র্ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩র্০র্ ইঞ্চি বা ০.৭৬২০মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩র্১র্ ইঞ্চি বা ০.৭৮৭৪ মিটার হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের পুরুষ প্রাথীদের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা ও বুকের মাপের শর্ত প্রযোজ্য হবে।

উপজাতীয় কোটা (পুরুষ): উচ্চতা কমপক্ষে র্৫ ফুট র্র্র্৪র্ ইঞ্চি বা ১.৬২ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩র্১র্ ইঞ্চি বা ০.৭৮৭৪ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩র্৩র্ ইঞ্চি বা ০.৮৩৮২ মিটার হতে হবে।

নারী প্রার্থী (সকল কোটা): উচ্চতা কমপক্ষে র্৫ ফুট র্র্র্২র্ ইঞ্চি বা ১.৫৭৪৮ মিটার হতে হবে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণের হতে হবে (বডি মাস ইনডেক্স অনুযায়ী)।

শারীরিক মাপ ও পরীক্ষায় অংশগ্রহণেরকালে প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপি, প্রাথীর স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণ স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি, প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি), সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, “পরীক্ষার ফি” ১০০/-(একশত) টাকা “১-২২১১-০০০০-২০৩১” নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের ক্ষেত্রে প্রার্থীদের পিতা/মাতা/পিতামহ/মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূলকপি, যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ (মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী) কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত থাকতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে প্রার্থী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ঔরসজাত পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি উল্লেখ্য, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে ১ম শ্রেনির ম্যাজিস্ট্রেট এর নিকট সম্পাদিত অ্যাফিডেভিট অথবা আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে।

পুলিশ পোষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতার নাম, পদবী (বিপি নম্বরসহ) উল্লেখপূর্বক কর্মরত জেলা/ইউনিটের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি যদি পুলিশ পোষ্য কোটায় কোন প্রার্থীর পিতা/মাত অবসর/মৃত্যুবরণ করে থাকেন, তবে এমন প্রার্থীর ক্ষেত্রে পিতা/মাতার সর্বশেষ কর্মস্থলের ইউনিট প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি।

আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের জন্য ৪২ (বিয়াল্লিশ) দিন মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণের সনদপত্রের মূলকপি। এতিম কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারি ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানার প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/প্রশংসাপ্রত্র-এর মূলকপি, যাতে প্রার্থী এতিম এবং প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা এবং এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বরও উল্লেখ থাকতে হবে। উপজাতীয় কোটার প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি এবং সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃকপক্ষের অনুমতিপত্র সহ পরীক্ষার নির্ধারিত দিনে উপস্থিত হতে হবে। –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com