স্টাফ রিপোর্টার::
স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনমামন্ত্রী এমএ মান্নান কাল শনিবার জগন্নাথপুরে আসছেন। ওইদিন তিনি সকাল সাড়ে ১১ টার দিকে জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস আজাদ আজাদ অডিটরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) জগন্নাথপুর উপজেলা কার্যালয় আয়োজিত জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর (জগন্নাথপুর-সিলেট) সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
পরে মন্ত্রী দুপুর ১২টায় পৌরএলাকার ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট প্রাঙ্গনে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের মেধা বৃত্তি বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর তিনি জামালগঞ্জের উদেশ্য জগন্নাথপুর ত্যাগ করবেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা গেছে।
Leave a Reply