1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

সিলেটের সাবেক মেয়র কামরান শামসুদ্দিন হাসপাতালে ভর্তি

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০

সিলেট প্রতিনিধি –
শারীরিক অবস্থার অবনতি ঘটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র করোনা আক্রান্ত বদর উদ্দিন আহমদ কামরানকে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টার সময় হাসপাতালে যান। তার শরীরে অত্যধিক জ্বর রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি দুপুর সোয়া ১২টায় জানান, বদর উদ্দিন আহমদ কামরানের শরীরে অত্যধিক জ্বর রয়েছে। আমরা তাঁর চেকআপ করছি। চেকআপ শেষে সিদ্ধান্ত নেয়া হবে- ভর্তি করা হবে কি-না।

এর আগে গতকাল ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় কামরান পজিটিভ শনাক্ত হন। এর আগে তাঁর স্ত্রী আসমা কামরানও করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।

জানা গেছে, কয়েকদিন আগে আসমা কামরান নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত বলে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। এরপর গত বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com