স্টাফ রিপোর্টার::
আগামী ১৬ জানুয়ারি, জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর হোসেন সাক্ষরিক গতকাল বএক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, মোটরসাইকেল চলাচলে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মধ্যরাত ১২ টা থেকে ১৭ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরবাইক চলাচল বন্ধ থাকবে। এই বিধি-নিষেধ কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ১৫ জানুয়ারি রাত ১২টা থেকে ১৬ জানুয়ারি ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত ট্রাক পিকআপ চলাচল বন্ধ থাকবে।
Leave a Reply