স্টাফ রিপোর্টার – জগন্নাথপুর উপজেলার চিলাউড়া উচ্চ বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত আশ্রিত মানুষের খোঁজ খবর নিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। রোববার দুপুরে আশ্রয় কেন্দ্র ঘুরে বন্যা কবলিত আশ্রিত পানিবন্দি মানুষের খোঁজ খবর নেন। এসময় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান হারুন রাশীদসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ব্যক্তিগত উদ্যাগে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ ও চিলাউড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।