1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

ফ্রি-ফায়ার খেলতে খেলতে ট্রেনে কাটা পড়ল যুবক

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দিনাজপুরের চিরিরবন্দরে কানে হেডফোন দিয়ে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা (জামতলী) গ্রাম-সংলগ্ন রেললাইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হৃদয় একই ইউনিয়নের আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে। পড়ালেখার সুবাদে হৃদয় ছোট থেকেই ভাদেরা গ্রামের বাসিন্দা নানা মজিবর রহমানের বাড়িতে বসবাস করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com