Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা- শহরে আমিও একদিন ছিলাম…

শহরে অামিও একদিন ছিলাম…

মো.অাব্দুল মতিন

শহরের গোলাপের ভালবাসা,
নামী দামী বাহারী প্রাসাদ,
মমতাহীন মানুষের ঘামের ভিড়ে,
অামিও একদিন ছিলাম।
ডাস্টবিনের দুর্গন্ধে
নাক বন্ধ করার স্মৃতি কতো…?

বস্তিতে অস্ত্রধারী যুবকের শিকার
গ্রামফেরত যুবতীর বোবাকান্না!
বস্তিওয়ালার প্রাসাদে পৌছেনা?
ওদের বিরক্ত করলে সমস্যা হবে,
সূর্যোদয়ের অাগেই মিশে যাবে কান্না
ভদ্রলোকের অাসরের কোথাও;

এইশহর কষ্ট অার সম্ভ্রমেরবিনিময়ে
মুখে অাহার দেয় গ্রাম ফেরাদের,
বড় বড় সভায় মিছিলের বন্যা হয়,
পত্রিকা ওয়ালা সুন্দর করে ছাপায়!
পতাকাবাহীগাড়ীর মর্যাদাবুঝে ট্রাফিক
শুধু অাইনভঙ্গের জরিমানা দেয় ওরা ;

অামি করচ,শাপলার মুগ্ধতায় কাটাই
প্রান্তিকজনের কোলাহলের ভিড়ে গ্রামে ;
এখানেও ‘হোসেন মিয়া’রা অাছে!
জল -স্থলে জোঁক;রক্ত চোষে দলিতের!
ভোরঅাসে কৃষকের নগ্নপায়ে
অক্সিজেন দিয়ে যায় ধরা |

♦লেখক: মো অাব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
শাহজালাল মহাবিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ ।

Exit mobile version