বিশেষ প্রতিনিধি::
আজ ১ সেপ্টেম্বর জেলার জগন্নাথপুরের রানীগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কালে জগন্নাথপুরে এটি দ্বিতীয় গণহত্যা। এর আগের দিন ৩১ আগষ্ট উপজেলার শ্রীরামসি গ্রামে প্রথম বর্বরোচিত ভয়াল গণহত্যা সংঘটিত হয়েছিল। এ দুই নৃশংস গণহত্যার ঘটনা আজও ভুলতে পারেননি জগন্নাথপুরের মানুষ।
৭১ সালের ১ সেপ্টেম্বর পাক হানাদারবাহিনী তাদের স্থানীয় দোসরদের সহায়তায় প্রাচীনতম নৌবন্দর হিসেবে খ্যাত কুশিয়ারা নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ বাজারে গণহত্যা চালায়। কুশিয়ারা নদীর স্রোতে ভেসে যায় লাশের পর লাশ। নদীর পানি রক্তে লাল হয়। নিরীহ মানুষকে হত্যার পর পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুরো রানীগঞ্জ বাজার।
ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের এই দিনে শান্তি কমিটি গঠনের কথা বলে স্থানীয় রাজাকাররা বাজার ব্যবসায়ী, বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন, বড় বড় নৌকার মাঝিসহ ক্রেতা-বিক্রেতাদের বাজারের একটি বড় দোকানে জমায়েত করে। সেদিন সেখানে প্রায় দুই শতাধিক মানুষকে জড়ো করে কোনো কিছু বুঝে ওঠার আগেই সকলকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় কুশিয়ারা নদীর তীরে। সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পেছন দিক থেকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ইতিহাসের বর্বর এই নারকীয় তাণ্ডবে অন্তত দুই শতাধিক লোক শহীদ হলেও হত্যাযজ্ঞের পর ৩৪ জনের নাম-পরিচয় পাওয়া যায়। অন্যদের পরিচয় আজও পাওয়া যায়নি।
রানীগঞ্জ গণহত্যা দিবসে প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। তবে স্বাধীনতার ৫০ বছরেও রানীগঞ্জের শহীদদের স্মরণে কোনো স্মৃতি পরিষদ গঠন করা হয়নি। শহীদ গাজী ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ২০০৩ সাল থেকে প্রতিবছর রানীগঞ্জ গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে।
শহীদ গাজী পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কাশেম আকমল জানান, দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
#