1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

আর্জেন্টিনার বিশ্বকাপ তারকা বললেন ‘মেসি নয়, এমবাপ্পেই বিশ্বসেরা’

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্বকাপে ৭ গোল করেছেন লিওনেল মেসি। ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। তাই বলে কি মেসিকে ছাপিয়ে বিশ্বসেরা হয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড? আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক হুগো গাত্তির মতটা তেমনই। বিশ্বকাপে ছন্দ দেখিয়েছেন লিওনেল মেসি। ৭ ম্যাচে ৭ গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। অ্যাসিস্ট করেছেন ৩টি গোলে। দুর্দান্ত পারফর্ম করে হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। আসরে ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন পাঁচবার। ৮ গোল করা এমবাপ্পেরও অ্যাসিস্ট ৩টি। স্পেনের টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতো’তে আর্জেন্টিনার ১৯৬৬ বিশ্বকাপ দলে থাকা (খেলার সুযোগ পাননি) গোলরক্ষক হুগো গাত্তি বলেন, ‘এটা সত্য যে মেসি ভালো খেলেছে।

তবে আমার কাছে এমবাপ্পেই বিশ্বসেরা। তার ভবিষ্যৎ ভালো। তবে লোকে বলতে পারে, আমি আর্জেন্টিনা বিরোধী। কারণ নিজে যা দেখি এবং বুঝি, সেই কথাই বলি আমি।’ দিয়েগো ম্যারাডোনার সঙ্গে লিওনেল মেসির তুলনা চলে আসছে অনেক দিন ধরে। দুই সময়ের দুই আর্জেন্টাইন কিংবদন্তির মধ্যে সেরা কে, এই বিতর্ক পুরনো। এবার বিশ্বকাপ জেতার পর মেসি তার পূর্বসূরিকে ছাড়িয়ে গেছেন কি না, এমন আলোচনা চলছে। ১৯৮২ সালে আর্জেন্টিনার বর্ষসেরার পুরস্কার জেতা গাত্তি মনে করেন ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পারেননি মেসি। মাঠে উদ্ভট আচরণ ও বিতর্কিত মন্তব্যের কারণে ‘এল লোকো (পাগল)’ খেতাব পাওয়া গাত্তি বলেন, ‘প্রথমত কেউ পেলেকে ছাপিয়ে যেতে পারবে না। আর আর্জেন্টিনায় কেউ দিয়েগোকেও পেছনে ফেলতে পারবে না। আমি জানি না, লোকে এসব মানবে কি না। তবে আমি ফুটবলকে এভাবেই দেখি। এটাই আমার দৃষ্টিভঙ্গি। যেমন ধরুন, ডি মারিয়া দুর্দান্ত খেলেছে। কিন্তু কেউ তাকে নিয়ে কিছু বলছে না (শুধু মেসিকে নিয়েই কথা হচ্ছে)।’ মেসি বিশ্বকাপ জিতলেও দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পারেননি বলে মনে করেন আরেক সাবেক আর্জেন্টাইন তারকা হাভিয়ের জানেত্তি। ২০১১ সালে অবসর নেয়া এই মিডফিল্ডার বলেন, ‘না, আমার মতে নয় (ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পারেননি মেসি)। তুলনা করা আমার পছন্দ নয়। আমাদের কৃতজ্ঞ থাকতে হবে যেম, ইতিহাসের সেরা দুই খেলোয়াড় আর্জেন্টিনার। মেসি এখন অনেক বেশি পরিণত। এবার সে দলের বাকিদের কাছে তার নেতৃত্বের প্রভাব ছড়িয়ে দিতে পেরেছে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com