Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আলিয়া মাদ্রাসার মাঠ এখন জনসমুদ্রে পরিণত

সিলেট প্রতিনিধি :: সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।অল্প কিছুক্ষনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রাখবেন ।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছান তিনি।
সিলেট পৌঁছার পর প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর জিয়ারত শেষে ১২টা ৫০ মিনিটে শাহপরানের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। ১২টা ৫৭ মিনিটে শাহপরানে পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা দেড়টার দিকে মদন মোহন কলেজে পৌঁছান তিনি।

এদিকে সিলেট সার্কিট হাউসে দুপুরের খাবার ও যোহরের নামাজের জন্য ঘন্টাখানেক অবস্থান করবেন তিনি। পরে বেলা আড়াইটার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদরাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জনসভার জন্য সিলেট আলিয়া মাদরাসা অভিমুখে এখন জনস্রোত ছুটছে। মিছিলে মিছিলে উত্তাল জনস্রোত গিয়ে মিশছে আলিয়ার মাঠে। ক্রমেই এক জনসমুদ্রে পরিণত হচ্ছে আলিয়া মাদরাসার মাঠ।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হচ্ছেন আলিয়ার মাঠে।

Exit mobile version