Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইরানে শক্তিশালী ভূমিকম্প

জগন্নাথপুর২৪ ডেস্ক:: তীব্র শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরানে। রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্প রোববার ইরাক সীমান্তের কাছাকাছি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের তথ্য পাওয়া যায় নি। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ইরানের রাষ্ট্রীয় টিভিকে উদ্ধৃত করে এ খবর দেয়া হয়েছে। এতে বরা হয়, কম্পন এতটাই তীব্র ছিল যে তা ইরাকের রাজধানী বাগদান ও কুয়েতেও অনুভূত হয়েছে।

ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কৌলিভান্দ বলেছেন, কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে ভূমিকম্পের সময় পালাতে গিয়ে অনেক মানুষ আহত হয়েছে।

ঘটনার পর পরই উদ্ধার কাজে নামানো হয়েছে ৬টি টিমকে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে, ইলাম শহরের উত্তর-পশ্চিমে ১১৪ কিলোমিটার দূরে এবং ৬৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎস। ওই স্থানটি ইরাক সীমান্তের কাছাকাছি। ইরানের মিডিয়ায় বলা হয়েছে, দেশের কমপক্ষে সাতটি প্রদেশে এই কম্পন অনুভূত হয়েছে। তবে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় কেরমানশাহ প্রদেশে।

ইরান শক্তিশালী এক ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। গত বছর নভেম্বরে সেখানে কারমানশাহ প্রদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৬২০ জন নিহত হন। ২০০৩ সালে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কেরমানশাহ প্রদেশে। সে সময় ৩১০০০ মানুষ নিহত হন। মাটির সঙ্গে মিশে যায় ঐতিহাসিক বাম শহর।

Exit mobile version