Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চেক বাউন্সের মামলায় অভিনেত্রীকে কারাদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ৫০ লাখ টাকার চেক বাউন্সের মামলায় বলিউড অভিনেত্রী অলকা কৌশলকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পাঞ্জাবের লঙ্গরিয়ান গ্রামের অবতার সিংহ নামে এক ফুলচাষীর চেক বাউন্সের ওই মামলাটি করেন।

একই সঙ্গে অভিনেত্রীর মা সুশীলা বাদোলাকরেরও কারাদণ্ড দেয়া হয়েছে।

অলকা কৌশল সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’এ কারিনা কাপুরের মা এবং ‘কুইন’ ছবিতে কঙ্গনার মায়ের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন।

অভিযোগকারীর আইনজীবীর দাবি, একটি টিভি সিরিয়াল করার জন্য অলকা কৌশল ও তার মা তার মক্কেলের কাছ থেকে ৫০ লাখ টাকা ধার করেছিলেন।

টাকা ফেরত দিতে দু’টি ২৫ লাখ টাকার চেক দিয়েছিলেন অবতার সিংহকে। সেই চেক দু’টিই বাউন্স করে। এরপরই, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

২০১৫ সালে পাঞ্জাবের একটি নিম্ন আদালতে মামলার শুনানি হয়। সেখানে অলকা ও তার মায়ের দোষ প্রমাণ হয় এবং দু’জনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

রায়ের বিরুদ্ধে সঙ্গরুর জেলা আদালতে আপিল করেন অভিনেত্রী। সম্প্রতি জেলা আদালতও নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন।

অলকা কৌশল বিখ্যাত থিয়েটার অভিনেতা বিশ্বমোহন বাদোলার মেয়ে।

‘বজরঙ্গি ভাইজান’, ‘কুইন’ ছাড়াও তিনি একাধিক হিন্দি সিরিয়ালে কাজ করেছেন। যার মধ্যে ‘কুমকুম’, ‘স্বরাগিণী’, ‘কুবুল হ্যায়’ অত্যন্ত জনপ্রিয়। মারাঠি ছবিতেও বহু কাজ করেছেন তিনি।

Exit mobile version