Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ

ছাতক সংবাদদাতা::

সুনামগঞ্জের ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসী। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন।

বুধবার দুপুরে ছাতক-সিলেট সড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা আধঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধ চলাকালে যাত্রীবাহী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে অবরোধকারীরা মিছিল সহকারে বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে।

প্রায় এক ঘণ্টা পর ছাতকে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার ঘটনাস্থলে পৌঁছে ঘেরাওকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এ সময় ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, সুদীপ দে, স্থানীয় আখলুছ মিয়া তালুকদার, হাজী বিরহাম আলী, আশিম শাহ, আগন মিয়া, আশক আলী, শাহ মোহাম্মদ রাজু, মোফাজ্জল হোসেন, সাহেব আলী, আব্দুস ছোবহান, বাহরাম আলী, আকরামুল হোসেন, শিবলু মিয়া, তাজিম হোসেন, সোহাগ আহমদ, সুমন আহমদ প্রমুখ।

Exit mobile version