Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় র‌্যাবের তিন কর্মতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু মিয়া নিহতের ঘটনায় র‌্যাবের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে রোববার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে মামলা হয়েছে। আরজু মিয়ার বড় ভাই মাসুদ রানা মামলাটি দায়ের করেন। মামলায় অপহরণের পর বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আদালত অভিযোগ দাখিলের পর প্রাথমিক শুনানি হয়েছে। তবে আদালত কোন আদেশ দেননি। নথি পর্যালোচনা করে আদেশ পরে জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলায় অভিযুক্তরা হলেন র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা, র্যাব-২ এর ডিএডি শাহেদুর রহমান ও পরিদর্শক ওয়াহিদ এবং র্যাব-২ এর সোর্স রতন।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হন।
মোবাইল চুরির অপবাদে স্থানীয় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে আরজুকে গ্রেফতার করার পরদিনই এই ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

Exit mobile version