1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

জগন্নাথপুরসহ জেলার ১৩টি ডিলার টিসিবি’র পণ্য তোলেননি

  • Update Time : সোমবার, ২৯ মে, ২০১৭

বিশেষ প্রতিনিধি :: জেলার দুর্দশাগ্রস্ত মানুষকে কম দামে দ্রব্যমূল্য সরবরাহ করা এবং রমজানে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে টিসিবি’র পণ্য ১২’শ কেজি’র স্থলে ১৮’শ কেজি করা হলেও ডিলাররা বলছেন,‘বাজার স্থিতিশীল রাখতে ১৮’শ কেজি পণ্য যথেষ্ট নয়।’ বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের ডিলারদের ৬’শ কেজি করে মালামাল বাড়িয়ে দেবার কথা জানিয়ে দেওয়া হলেও রোববার পর্যন্ত সিলেট আঞ্চলিক অফিসের তালিকাভুক্ত ২০ ডিলারের কেবল ৭ জন মালামাল তুলেছেন। এর মধ্যে গত ১৫ মে থেকে ২৮ মে পর্যন্ত মালামাল তুলেছেন ৭ জন। এরা হলেন- জগন্নাথপুরের মেসার্স পলাশ ট্রেডার্স, মেসার্স সুমন ট্রেডার্স, মেসার্স সোহেল ট্রেডার্স, শাহ্ মিয়াধন ট্রেডার্স, দোয়ারাবাজারের আমবাড়ী’র দুর্গা ভা-ার ও শাল্লার শ্রীপালি ভা-ার এবং রোববার তুলেছেন ছাতকের পানহাটার মেসার্স মামুন এন্টারপ্রাইজ।
সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারের মেসার্স জীসপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, দক্ষিণ সুনামগঞ্জের নোয়াখালী বাজারের মেসার্স সেবা টেলিকম, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারের মেসার্স হাবিবুর রহমান, দোয়ারাবাজারের মেসার্স বিনয় ট্রেডার্স, একই উপজেলার বাংলাবাজারের হাজী সামছুল হক এ- সন্স, জগন্নাথপুর পৌর পয়েন্টের মেসার্স দি মোহাম্মদীয়া ট্রেডার্স, সুনামগঞ্জের মধ্যনগরের মেসার্স মায়া ট্রেডার্স, বিশ্বম্ভরপুরের মেসার্স সৌখিন নির্মাণ সংস্থা ও সরবরাহকারী, দিরাই উপজেলার মেসার্স স্টার এন্টারপ্রাইজ, ছাতকের জাউয়া বাজারের মেসার্স আলী এন্টারপ্রাইজ, একই উপজেলার আলীগঞ্জ বাজারের মেসার্স হাসনাত ট্রেডার্স, ছাতকের বুড়াইরগাঁও বাজারের মেসার্স শমসের এন্টারপ্রাইজ এবং জামালগঞ্জের মেসার্স শাহরিয়া ট্রেডার্স এখনও (রোববার পর্যন্ত) মালামাল তুলেননি।
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারের ডিলার মেসার্স হাবিবুর রহমান বলেন,‘টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্দেশ্য হচ্ছে বাজার স্থিতিশীল রাখা। কিন্তু ১২’শ কেজি মালামাল তুলে বাজার কীভাবে স্থিতিশীল রাখা যাবে? জেলা প্রশাসক মহোদয়ের চেষ্টায় শুনেছি সুনামগঞ্জের ডিলারদের জন্য ১৮’শ কেজি বরাদ্দ হয়েছে। ১৮’শ কেজি মালামাল টিসিবি’র সিলেটের আঞ্চলিক অফিস ওসমানীনগরের শেরপুর থেকে আনতে ৬ হাজার টাকা খরচ হবে। কোনভাবে মালামাল আনলেও যখন চিনি ৫৫ টাকা, ডাল ৮০ টাকা, ৫ লিটারের সোয়াবিন ৪২০ টাকা ও ছোলা প্রতি কেজি ৭০ টাকা ক্রেতারা পাবে, তখন দেখতে দেখতে ১৮’শ কেজি মাল বিক্রি হয়ে যাবে। বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্য সফল হবে না। বাজার স্থিতিশীল রাখতে হলে ডিলারদের মালামাল বাড়িয়ে দিতে হবে।’
টিসিবি’র সিলেটের আঞ্চলিক অফিসের (শেরপুর অফিস) কম্পিউটার অপারেটর মো. কামরুজ্জামান জানান, রোববার সুনামগঞ্জের ছাতকের পানহাটার মেসার্স মামুন এন্টারপ্রাইজ মালামাল তুলেছেন। এছাড়া দক্ষিণ সুনামগঞ্জের সেবা টেলিকম, মেসার্স হাবিবুর রহমান, দিরাইয়ের স্টার এন্টারপ্রাইজ একসঙ্গে ট্রাক দিয়ে মালামাল নিতে আসবেন বলে জানিয়েছেন। দোয়ারাবাজারের হাজী সামছুল হক এন্ড সন্স এবং মেসার্স বিনয় ট্রেডার্সও যোগাযোগ করেছে।
টিসিবি’র সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ইসমাইল মজুমদার বলেন,‘গত ১৫ মে থেকে সিলেট শহরে ৫ টি ট্রাকে, মৌলভীবাজারে ২ টি ট্রাকে, হবিগঞ্জে ২ টি ট্রাকে এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে দুটি ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হলেও সুনামগঞ্জে বিক্রি’র ব্যবস্থা করা যায়নি। সুনামগঞ্জ সদরে কোন ডিলারই নেই।’
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এ প্রসঙ্গে বলেন,‘এবার অবশ্যই টিসিবি’র পণ্য বিক্রয় করতে হবে। না হয় ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার দেওয়া হবে। যেখানে ডিলার নেই, সেখানে ডিলার দেবার ব্যবস্থা করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com