Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নিন্মাঞ্চালের লোকজন পানিবন্ধী, তলিয়ে গেছে ফসল

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের নিন্মাঞ্চালের লোকজন পানিবন্ধী হয়ে পড়েছেন। কয়েকদিনের ভারি বর্ষন ও পাহাড়ী ঢলে উপজেলার পাইলগাও ও রানীগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আমন ফসল।

এলাকাবাসী জানান, অব্যাহত বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে পাহাড়ী ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে অতিক্রম করায় পাইগাও ইউনিয়নের হাড়গ্রাম, গোতগাও, পাইলগাও, সোনাতুলাসহ রানীগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজন পানিবন্ধী হয়ে পড়েন।

পাইলগাও ইউনিয়ন পরিষদের মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, তার ইউনিয়নের ৫/৬ টি গ্রামের লোকজন বন্যা কবলিত হয়ে পড়েছেন। পানিবন্ধী হয়ে পড়েছেন ৩শতাধিক পরিবার। অধিকাংশ বাড়িঘরে পানি প্রবেশ করেছে। গ্রামের ফালপুর, রংঙ্গার ও কলের বন্দের হাওরের প্রায় ৩০ হেক্টর আমন ফসল পানিতে তলিয়ে গেছে।
রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, পানি বেড়েছে তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ফসলডুবির খবর তিনি জানেনা।

Exit mobile version