Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের পাটলীতে মদরিছ মিয়া ট্রাস্টের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

পাটলী ইউনিয়ন প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পষিদের চেয়ারম্যান সিরাজুল হক বলেছেন, ধর্মগ্রন্থ আল-কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ট আসমানী কিতাব। কোরআন নাজিল হওয়ার পর পৃথিবীর সব মতবাদ বাতিল হয়ে এক আল­াহর জমিনে কোরআনের হুকুমত প্রতিষ্ঠার পর সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল এবং আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে কোরআনের শাসন কায়েম হওয়ায় পৃথিবীর সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি সোমবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মদরিছ মিয়া মাস্টার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কোরআন শরীফ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাফি আহমদের সভাপতিত্বে আখলাক উদ্দিনের সঞ্চালনায় এতে কোরআনের পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুর রহমান।অনুষ্ঠানে তিন শতাধিক কোরআন শরীফ মসজিদ মাদ্রাসা এবং ধর্ম প্রাণ মানুষদের মধ্যে বিতরণ করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কুতুব উদ্দিন, ইউপি সচিব তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আশিক মিয়া, আবুল হাসনাত, আব্দুল করিম, নজরুল ইসলাম, জসিম উদ্দিন ফারুক, আব্দুর রাজ্জাক, হিরা মিয়া, নেছার আলী, ফেরদৌসি বেগম তানিয়া ও আমিরুন নেছা।

Exit mobile version