স্টাফ রিপোর্টার- জগন্নাথপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। স্হানীয় জনপ্রতিনিধিরা লাশ উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে লাশটি রাখা হয়। ষাটোর্ধ ওই ব্যক্তির মরদেহ ডাকবাংলো সড়কের শহীদ মিনার এলাকায় পড়ে থাকতে দেখে জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দের বিষয়টি নজরে এলে তিনি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল হক মিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আরা আশা জানান,অজ্ঞাত নামা ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। তার মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।