স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর কিশোরপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কবি আব্দুল ওয়াদুদ (৮০) শনিবার বিকেলে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়ািনা লিল্লাহি রাজিউন।) মৃত্যুকালে তিনি এক ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। রাত ১০ টায় কিশোরপুর জামে মসজিদের সামনে জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফন অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, বর্তমান কাউন্সিলর কামাল হোসেন , আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবি দিনুল ইসলাম বাবুল, কর্নেল অব: সৈয়দ আলী আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতহার উদ্দিন, সাধারণ সম্পাদক গোপাল দাশ, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সালেহা পারভীন, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন,
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য আলী আহমেদ, সাংবাদিক আমিনুল হক সিপন, জুয়েল আহমেদ প্রমুখ শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য যে ষাটের দশকে সিলেটের একজন শক্তিমান লেখক হিসেবে আবদুল ওয়াদুদ পরিচিতি পান। তিনি শিক্ষকতার পাশাপাশি অসংখ্য কবিতা, ছড়া প্রবন্ধ লিখে গেছেন। জগন্নাথপুর তথা সিলেট অঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রকাশিত সংকলনে তাঁর লেখা ছাপা হতো। স্হানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়েছে। স্ত্রী ও বড় ছেলে শরিফ আহমেদের অকাল মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর মৃত্যুতে জগন্নাথপুরের সাহিত্য অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।