Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট চলছেই, ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

স্টাফ রির্পোটার :: জেলার জগন্নাথপুরে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শনিবার বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর বাজার বনিক সমিতির উদ্যোগে মধ্যবাজার এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বনিক সমিতির সভাপতি আবদাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী বিনয় ভূষন বনিক, বাবুল চন্দ্র দে, দিলোয়ার হোসেন, মিন্টু রঞ্জন ধর, জাহির উদ্দিন, মতিউর রহমান, ছালিক আহমদ ডন, আমিনুল ইসলাম, জুনেদ আহমদ, তোফাজ্জুল হক সুমন, অনন্ত গোপ, সানী রায় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত এক সপ্তাহব্যাপী এ উপজেলায় দিনের বেলা কিছু সময় বিদ্যুৎ সরবরাহ করা হলেও রাতের পর রাত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। এমনকি টানা ৪৮ ঘন্টা যাবত বিদ্যুত থাকেনা। দ্রুত এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানানো হয়। অন্যতায় উপজেলাবাসী বৃহত্তর আন্দোলনে রাজপথে নামবেন।

জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) সহকারী প্রকৌশলী পাভেল আহমদ জানান, গত কয়েকদিনের অব্যাহত ঝড় বৃষ্টির কারনে বিদ্যুতের মূল ৩৩ হাজার কেভি লাইনে ক্রটি দেখা দেয়ায় এ সমস্যা হচ্ছে।

Exit mobile version